![]() |
| Kabi Shahin Alam কবি শাহিন আলম |
গান ও গজল জগতে আমার আসার শুরুতে যাদের মাধ্যমে সু্যোগ পেয়েছি, যাদের কাছে শিখেছি বুঝেছি। যারা আমাকে বিভিন্নভাবে উতসাহ, অনুপ্রেরণা পেয়েছি, যাদের মাধ্যমে এই লাইনে শত বাধা পেরিয়ে এগিয়ে যেতে পেরেছি, তাদের কাছে আমি চিরঋণী
আজ আমি সংক্ষেপে সেই বিষয়গুলী নিয়েই জানান দিবো আপনাদের
আমি গানের লেখার চন্দ তাল লয় বিষয়ে যার কাছে বুঝেছি, শিখেছি তিনি হলেন গুনী গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় মাহমুদুল হাসান উজ্জ্বল বড় ভাই 
আমার প্রথম লেখা গান সিলেটি 

আমার প্রথম লোকসংগীত লেখা গানের সুরকার হলেন গুনী গীতিকার, সুরকার শ্রদ্ধেয় মাহতাব শাহ ফকির স্যার 

আমার প্রথম লেখা সিলেটি গান নিয়েছিলো প্রবাসী সংগীত ও কন্ঠশিল্পী আকিক হারুন ভাই

আমার প্রথম সিলেটি গান গেয়েছে সংগীত ও কন্ঠশিল্পী প্রবাসী আকিক হারুন ভাই

গানটির নাম " আয় তুই কাছে " (রিলিজের অপেক্ষায়)
আমাকে গান জগতে প্রথম অনুপ্রেরণা ও মনোবল জুগিয়েছিলো শ্রদ্ধেয় গীতিকার আব্দুর রহমান মারুফ বড় ভাই

আমাকে এই গান জগতে সফলভাবে যুক্ত করেছেন সেই অনুপ্রেরণাদানকারী শ্রদ্ধেয় আব্দুর রহমান মারুফ বড় ভাই

আমার প্রথম লেখা লোকসংগীত গান সফলভাবে রেকর্ড করেছে রেকর্ড লেবেল "মাটির খাঁচা" যার কর্ণধার শ্রদ্ধেয় দানেশ আলী বড় ভাই

আমার লেখা প্রথম লোকসংগীত গান করেছে ভারতের আসামের তরুন জনপ্রিয় কন্ঠশিল্পী প্রিয় আকাশ চৌধুরী ভাই 
ফিল্মে প্রথমবারের মতো আমার লেখা গান নিয়েছে ইউকে প্রবাসী নাট্য ও চলচ্চিত্র পরিচালক শ্রদ্ধেয় জিএম ফুরুখ স্যার 

আমার লেখা প্রথম মরমী গজল (নাশীদ) এর সুরকার ও কন্ঠশিল্পী জাকির হুসাইন ভাই 
( মরমী গজলটি রিলিজের অপেক্ষায়)
আমার লেখা কয়েকটি গান, গজল খুব শীঘ্রই আসছে
(বাংলাদেশ, ভারত, ইউকে) 


